বিদ’আতের বর্ণনা
নিম্নলিখিত কাজগুলো বিদ‘আত। এগুলো থেকে দূরে থাকা কর্তব্য।
১. কোন বুযুর্গের মাযারে ধুমধামের সাথে উরস করা, মেলা বসানো, বাতি জ্বালানো।
২. মেয়েলোকের বিভিন্ন দরগায় যাওয়া।
৩. কবরের ওপর চাদর, আগরবাতি, মোমবাতি ও ফুল দেওয়া।
৪. কবর পাকা করা।
৫. কোন বুযুর্গকে সন্তুষ্ট করার জন্যে শরী‘আতের সীমারেখার বেশি তাযিম করা।
৬. কবরে চুমো খাওয়া। ৭. কবরে সিজদা করা।
৮. দ্বীনের বা দুনিয়ার কাজের ক্ষতি করে দরগায়-দরগায় বেড়ানো।
৯. কোন কোন অজ্ঞ লেখক আজমীর শরীফ, বাজেবোস্তান, পীরানে কার্লিয়ার ইত্যাদিকে মুসলমানদের তীর্থস্থান বলে উল্লেখ করেছে, তা দেখে তীর্থ গমনের ন্যায় সেসব স্থানে যাওয়া।
১০.। উঁচু উঁচু কবর বানানো।
১১. কবর সাজানো, সেখানে ফুলের মালা দেওয়া।
১২. কবরে গম্বুজ বানানো।
১৩. কবরে পাথর খোদাই করে কিছু লিখে লাগানো।
১৪. কবরে চাদর, শামিয়ানা ইত্যাদি টানানো।
১৫. মাযারে মিঠাই নজরানা দেওয়া।
Comments
Post a Comment