Skip to main content

নেক কাজে দুনিয়ার লাভ

 নেক কাজে দুনিয়ার লাভ


১. নেক কাজ করার ফলে কামাই রোযগারে বরকত হয় । 


২.কষ্ট ও অশান্তি দূর হয়। 


৩. দিলের মকসুদ সহজে পুরা হয় । 


৪. জীবনে শান্তি পাওয়া যায়। 


৫. দেশে রীতিমত বৃষ্টি হয়। 


৬. অতি বৃষ্টি বা অনাবৃষ্টি হয় না। 


৭. বালা মুসীবত দূর হয়। 


৮. আল্লাহ তা‘আলা সকল কাজে মদদগার হন। 


৯. নেক লোকের অন্তর নেক কাজের প্রতি মজবুত রাখার জন্য ফেরেশতাদের হুকুম করা হয়। 


১০. খাঁটি সম্মান পাওয়া যায় এবং মর্যাদা বৃদ্ধি হয়। 


১১. লোকের অন্তরে মুহাব্বত সৃষ্টি হয়। 


১২. কুরআন শরীফ তার জন্য রহমত হয়। 


১৩. জানের বা মালের ক্ষতি হলে তার পরিবর্তে উত্তম জিনিস পাওয়া যায়। 


১৪. ক্রমশ নেয়ামত বৃদ্ধি পেতে থাকে, মালও বাড়তে থাকে


১৫. দিলে শান্তি আসে। 


১৬. আওলাদের মধ্যেও এর প্রভাব পড়ে। 


১৭. জীবিত অবস্থায়ই গাইব হতে সুসংবাদ পাওয়া যায়। 


১৮. মৃত্যুকালে ফেরেশতাগণ সুসংবাদ শুনান। 


১৯. অভাবের সময় মদদ পাওয়া যায়। 


২০. অন্তরের বিশৃঙ্খল চিন্তা-ভাবনা দূর হয়। 


২১. রাজত্ব ও কর্তৃত্ব স্থায়ী হয়। 


২২. আল্লাহর গজব দূর হয়। 


২৩. আয়ু বৃদ্ধি পায়। 


২৪. অনাহার ও অর্ধাহারের কষ্ট হতে মুক্তি পাওয়া যায়। 


২৫. অল্প জিনিসে বেশী বরকত হয় ইত্যাদি।


Comments

Popular posts from this blog

বেলা ফুরাবার আগে by আরিফ আজাদ বই pdf

বেলা ফুরাবার আগে by আরিফ আজাদ বই pdf.  এই বইটি ডাউনলোড করতে নিচের লিংকে Click করেন। ডাউনলোড লিংক   

সূরা ফালাকের তাফসীর

 সূরা ফালাকের তাফসীরঃ নামকরণ: সূরা ফালাক ও সূরা নাস উভয় সূরার নামকরণ করা হয়েছে সূরার প্রথম আয়াতে উল্লিখিত শব্দ থেকে। ফালাক (الفلق) শব্দের অর্থ : প্রভাতকাল। আর নাস (النَّاس) অর্থ : মানুষ। এ দুই সূরাকে একত্রে معوذتان বা আশ্রয় প্রার্থনা করার দুই সূরা বলা হয়। রাসূলুল্লাহ (সাঃ) জাদুগ্রস্থ হওয়ার পর এ সূরাদ্বয় দ্বারা ঝাড়ফুঁক করা হলে আল্লাহ তা‘আলার রহমতে তিনি সুস্থ হন, তাই এ নামেও এ সূরাদ্বয় পরিচিত। শানে নুযূল: মা আয়িশাহ (রাঃ) হতে বর্ণিত, মদীনার ইয়াহূদী গোত্র বনু যুরাইকের মিত্র লাবীদ বিন আসাম নামক জনৈক মুনাফিক তার মেয়েকে দিয়ে রাসূলুল্লাহ (সাঃ)-এর মাথার ছিন্নচুল ও চিরুনীর ছিন্ন দাঁত চুরি করে এনে তাতে জাদু করে এবং মন্ত্র পাঠ করে চুলে ১১টি গিরা দেয়। এর প্রভাবে রাসূলুল্লাহ (সাঃ)-কোন কাজ করলে ভুলে যেতেন ও ভাবতেন যে করেননি। অন্য বর্ণনা মতে ৪০ দিন বা ৬ মাস এভাবে থাকেন। এক রাতে রাসূলুল্লাহ (সাঃ) স্বপ্নে দেখেন যে, দু’জন লোক এসে একজন তাঁর মাথার কাছে অন্যজন পায়ের কাছে বসে। অতঃপর তারা বলে যে, বনু যুরাইকের খেজুর বাগানে যারওয়ান কূয়ার তলদেশে পাথরের নীচে চাপা দেয়া খেজুরের কাঁদির শুকনো খোস...

এহইয়াউস সিনান বই by ড. খোন্দকার আ.ন.ম. আব্দল্লাহ জাহাঙ্গীর

 এহইয়াউস সিনান বই by ড. খোন্দকার আ.ন.ম. আব্দল্লাহ জাহাঙ্গীর  এই বইটি  pdf ডাউনলোড লিংক